ট্রেনের সংরক্ষিত কামরা থেকে মৃতদেহ উদ্ধার মালদা টাউন স্টেশনে

23rd January 2020 মালদা
ট্রেনের সংরক্ষিত কামরা থেকে মৃতদেহ উদ্ধার মালদা টাউন স্টেশনে


দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের সংরক্ষিত এসি -২ কোচের কামরা থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা টাউন স্টেশনে। বৃহস্পতিবার সকালে ওই এসি কোচের অন্যান্য যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে মালদা টাউন স্টেশনের জিআরপি ওই মহিলার দেহ উদ্ধার করে। এরপর ওই মহিলার দেহ নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। রহস্যজনকভাবে ওই মহিলা যাত্রীর মৃত্যুকে ঘিরে তদন্ত শুরু করেছে মালদা রেল পুলিশ। জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম কৃষ্ণা দত্ত চৌধুরী (৫৭)। তার বাড়ি কলকাতার দমদম লেকটাউন এলাকায়। এদিন কলকাতা থেকেই শিলিগুড়ি আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে করে রওনা দিয়েছিলেন ওই মহিলা। ইন্দ্রানী এক্সপ্রেস নামক একটি ট্রেনের সংরক্ষিত এসি-২ কামরায় ছিলেন ওই মহিলা যাত্রী। কিন্তু মাঝপথে হঠাৎ করেই ওই মহিলা অচৈতন্য দেহকে ঘিরে শুরু হয় চলন্ত ট্রেনের কামরায় অন্যান্য যাত্রীদের মধ্যে চাঞ্চল্য। পরে মালদা টাউন স্টেশনে ঢোকার পরই জিআরপি ওই মহিলার দেহ উদ্ধার করে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে ওই মহিলা যাত্রীর। যদিও ওই মহিলা যাত্রীর মৃত্যুর বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বলা সম্ভব হবে। তবে মৃত মহিলার পরিচয় পত্র এবং ফোন নম্বর থেকেই তাদের কলকাতার আত্মীয়দের খবর দিয়েছে জিআরপি। 

              ছবি - দেবাশীষ পাল 





Others News